বাংলা নিউজ > হাতে গরম > Mosquito In Flight: বিমানেও মশার জ্বালায় টেকা দায়! অভিযোগ করেও মিলল না সুরাহা, ভাইরাল ভিডিয়ো তরুণীর
রণে বনে জলে জঙ্গলে যেখানেই যাওয়া হোক, মশা যেন পিছু নেবেই। সম্প্রতি বিমানে চড়েও মশার হাত থেকে রেহাই পেলেন না এক যাত্রী। পেশায় সাংবাদিক ওই তরুণী যাত্রী সম্প্রতিসোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স- এ নিজের এই সংক্রান্ত অভিজ্ঞতা জানিয়েছেন।
আরও পড়ুন - Pope Francis: শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, কখন? কী জানাল ভ্যাটিকান
লখনউ থেকে দিল্লির যাওয়ার জন্য ইন্ডিগোর ফ্লাইটে চড়ে বসেছিলেন মনীশা। কিছুক্ষণ পর থেকেই মশার উৎপাতে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েন। বিমানসেবিকাদের সেই কথা জানাতে আজব উত্তর আসে। তাঁকে বলা হয়, ‘দরজা খোলা ছিল। তাই মশা ঢুকে পড়েছে। এখন কিছু করার নেই।’ মণীশা তাঁর পোস্টে লেখেন, ফ্লাইটের জন্য চার হাজার টাকা ভাড়া নেওয়া হয় যা যথেষ্ট বেশি। অথবা যাত্রী পরিষেবার দিকে বিন্দুমাত্র নজর নেই ইন্ডিগোর।
হাতে গরম খবর