বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন কৃতি শ্যানন। ক্যাজুয়াল পোশাক হোক বা দেশি অবতার, সমস্ত পোশাকেই অভিনেত্রীকে দেখতে লাগে অসাধারণ। তেমনই এবার ক্যাজুয়াল পোশাকে আবারও একবার দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী। তবে এবার অভিনেত্রী নিজে নন, তাঁর হাতে থাকা একটি মাস্ক হয়ে উঠল চর্চার বিষয়।
কৃতির যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি সাদা রঙের ফুল হাতা টপ পরেছেন তিনি। খুব ছিমছাম একটা পোশাক। তবে অভিনেত্রী হাতে ধরেছিলেন একটি মাস্ক, তার দাম শুনে অবাক হয়ে যান সকলে।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
জানা গেছে, অভিনেত্রী হাতে যে মাস্কটি ছিল তার দাম ১১ হাজার ৪৪৪ টাকা। Burberry কোম্পানির মাস্ক হাতে ধরেছিলেন কৃতি। তবে অভিনেত্রীর হাতের মাস্কের দাম শুনে একেবারেই খুশি হননি ভক্তরা। মাস্কের জন্য এই খরচ অতিরিক্ত বলেই মনে করছেন অনেকে।
একজন লিখেছেন, ‘আমার একই রকম একটি মাস্ক রয়েছে, যার দাম ২০ টাকা’। অন্য একজন লিখেছেন, ‘এটিকে ৫০ টাকার মাস্কের মতোই দেখতে লাগছে, আলাদা কী!’ কারোর কথায়, ‘আমার তো দশ টাকা দাম মনে হচ্ছে। আলাদা কিছু দেখতে পাচ্ছি না।’ একজন আবার মন্তব্য করেছেন, ‘এত দামি মাস্ক নিয়ে কী হবে, যদি হাতেই নিয়ে ঘুরতে হয়?’
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
প্রসঙ্গত, ২০২৪ সালে ‘দো পাত্তি’ সিনেমায় অভিনয় করেছিলেন কৃতি। এই সিনেমায় কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। নেটফ্লিক্স - এ মুক্তিপ্রাপ্ত এই রোমান্টিক থ্রিলারটি কৃতির প্রযোজিত প্রথম কোনও সিনেমা ছিল।