বিধানসভা এবং পঞ্চায়েত এলাকা দুই-ই রয়েছে বিজেপির দখলে। সেই এলাকাতেই একটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বড় ধাক্কা খেল পদ্মশিবির। ওই সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ইটবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সোমবার ভোট হয়। সেই ভোটে সমিতিতে থাকা নটি আসনই দখল করে নিয়েছে ঘাসফুল শিবির। এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনের আগে এলাকার তৃণমূল কর্মীরা অক্সিজেন পেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: মুর্শিদাবাদ জামাইপাড়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী সিপিএম, জোর ধাক্কা খেল তৃণমূল
ইটাবেড়িয়ার সাধারণত বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। জানা গিয়েছে, সমবায় সমিতির বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ২ বছর আগে। এর আগে সমিতির ছিল তৃণমূলের দখলে। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি জয়ী হওয়ার পরে ইটবেরিয়ায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। পরে ২০২৩ সালে বিজেপি পঞ্চায়েত পঞ্চায়েত দখল করার পর তৃণমূল আরও কোণঠাসা হয়ে পড়ে। অভিযোগ ওঠে, এরপরেই তৃণমূল কর্মীদের উপর বিজেপির কর্মীরা অত্যাচার শুরু করেন। ইটাবেড়িয়ায় অঞ্চল তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় বিজেপি। এছাড়াও তৃণমূলের নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ।
সোমবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব কটি আসনে প্রার্থী দিয়েছিল। সিপিএম দিয়েছিল ৩ টি আসনে। এই সমবায় সমিতিতে ইটাবেড়িয়া ও হরিদ্রাচক মৌজার মোট চারটি বুথের ৬০৯ জন ভোটার রয়েছেন। সমিতির অফিস রয়েছে ইটাবেড়িয়া বাস স্টপ এলাকায়। এদিন নির্বাচনকে কেন্দ্র করে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছিল এলাকায়। প্রায় দেড়শো পুলিশ কর্মী মোতায়েন ছিলেন। কাঁথির মহকুমা পুলিস অফিসার থেকে শুরু করে ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর, ওসি সকলেই উপস্থিত ছিলেন। সবমিলিয়ে ৫-৬ টি থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়াও, র্যাফ, মহিলাদের বিশেষ বাহিনীও এদিন ভোটকে ঘিরে মোতায়েন ছিল। দুপুর ২ টো নগদ ভোট শেষ হয় এরপর শুরু হয় ভোট গণনা। শেষে দেখা যায় সবকটি আসনই তৃণমূলের দখলে।
এলাকার তৃণমূল নেতাদের বক্তব্য, ২০২১ সালের বিধানসভা ও ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বিজেপির ঘাঁটি শক্ত হলেও ২০২৪ সালে লোকসভা ভোট থেকেই সেখানে তৃণমূল কংগ্রেস হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে। ফলে আগামী বছর বিধানসভা ভোটে ভগবানপুর বিধানসভায় তৃণমূল জয়ী বলেই তাঁদের দাবি। এবিষয়ে এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, সমবায় সমিতির ভোট দিয়ে সামগ্রিক জনমত প্রকাশ হয় না।